ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ময়মনসিংহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কামরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার চরগোবিন্দপুর গ্রামের জয়বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজার মূল্য প্রায় লাখ টাকা।

র‌্যাব-১৪ এর সদর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে কোতোয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।