শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার চরগোবিন্দপুর গ্রামের জয়বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-১৪ এর সদর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে কোতোয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমএএএম/ওএইচ/