ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বাল্যবিয়ে পণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
সাভারে বাল্যবিয়ে পণ্ড

সাভার (ঢাকা): সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় এক স্কুলছাত্রীর (১৫) বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানা পুলিশ ওই এলাকায় গিয়ে বিয়েটি বন্ধ করে।

এলাকাবাসী জানায়, ওই এলাকার এক স্কুলছাত্রীকে বরিশাল এলাকার জাহাঙ্গীর ইসলাম লিমনের সঙ্গে বিয়ের আয়োজন করে তাদের পরিবার।

বিয়ের প্রস্তুতি চলাকালীন সময়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে চাঁপাইন এলাকায় পুলিশ পাঠান। এসময় স্কুলছাত্রীর বয়স কম হওয়ায় পুলিশ বিয়েটি বন্ধ করে দেয়।

সাভার মডেল থানার উপ পরির্দশক (এসআই) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, আইন অনুসারে মেয়েটির বয়স কম হওয়ায় এ বিয়ে পণ্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।