ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
কিশোরগঞ্জে ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে প্রবীণ হিতৈষী সংঘ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয় ভোরের আলো সাহিত্য আসর নামে একটি সংগঠন।

সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন- সাদা মনের মানুষ হিসেবে অধ্যাপক মোজাফফর হোসেন খান, সাংবাদিকতায় সাইফউদ্দিন আহমেদ লেনিন, ছড়া সাহিত্যে সুবীর বসাক, সাহিত্য সংগঠক হিসেবে আবুল বাহার ও সাহিত্য-সংস্কৃতিতে মোতাহের হোসেন।

ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক ডাক্তার মহিউদ্দিন আহমেদ।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজা, ইটনা সমিতির সাধারণ সম্পাদক মেহের উদ্দিন, কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সহ সভাপতি শফিউল আলম শফিক, ফারুকুজ্জামান, শফিক কবীর, আমিনুল হক সাদীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২০০৮ সাল থেকে সংগঠনটি জেলার গুণী ব্যক্তিদেরকে সম্মাননা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।