শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার দেওভোগ নাকবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হানিফ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পুরান বন্দর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০০৪ সালে বন্দর থানার একটি হত্যা মামলায় হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আদালতের রায়ের পর দীর্ঘদিন পলাতক ছিলেন হানিফ। আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দিয়ে ওয়ারেন্ট ইস্যু করেন। পরে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দেওভোগ নাকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসআরএস/বিএস