শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী প্রস্তুতি চলাকালে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন।
ইউএনও ফারাবী বাংলানিউজকে বলেন, ওই বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে রিজওয়ানার রোল নম্বর ৭।
এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। খবর পেয়ে ইউএনও এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা আক্তার বর আসার আগেই বিয়েটি বন্ধ করে দেন।
ইউএনও আরো বলেন, ভবিষ্যতে যাতে রিজওয়ানাকে বাল্য দিয়ে দেয়া না হয় সে ব্যাপারে তার বাবাকে বলা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার লেখাপড়ার বিষয়ে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
আরএ