শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুরের রায়ের বাজারের বুদ্ধিজীবি কবরস্থানের ১ নম্বর গেইটের সামনে পাকা রাস্তার ওপর একটি ট্রাকের ভেতর থেকে এসব ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যশোরের শার্শা থানার উলসী গ্রামের মো. জসিম উদ্দিন (৩৩) ও একই গ্রামের মো. নাজমুল হাসান (২৮)।
র্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীতে ফেনসিডিল বিক্রি করছিলো। যশোরের বেলাপোল থেকে ফেনসিডিল এনে তারা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানা যায়, রাতারাতি বড়লোক হওয়ার আশায় যশোরের সীমান্ত এলাকা থেকে কম দামে ফেনসিডিল কিনে ঢাকায় এনে তা দ্বিগুন দামে বিক্রয় করতো। ট্রাকে বিভিন্ন ধরনের সবজি, ফলমূল পরিবহনের সময় সেগুলোর বস্তার নিচে করে ঢাকায় আনতো।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭ আপডেট সময়: ২১৩০ ঘণ্টা
এসজেএ/জিপি