ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় সাবিনা হত্যার বিচা‌র দাবি‌তে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
আশু‌লিয়ায় সাবিনা হত্যার বিচা‌র দাবি‌তে মানববন্ধন আশু‌লিয়ায় সাবিনা হত্যার বিচা‌র দাবি‌তে মানববন্ধন

আশু‌লিয়া, সাভার: আশুলিয়ায় বেসরকারি (এনজিও আশা) সংস্থার  লোন অফিসার সাবিনা ইয়াসমিন মুন্নি হত্যার ঘটনায় খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাবিনার পরিবারের সদস্য এবং এলাকাবাসী খুনীদের শিগগিরই আইনের আওতায় আনার দাবি জানান।

গত ১৮ অক্টোবর রাত ১১টার দিকে আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া থেকে মাটিচাপা অবস্থায় সাবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এরই মধ্যে প্রধান অভিযুক্ত মোসলেম ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।