শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর বিদ্যাময়ী স্কুল রোড এলাকায় দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক জগলুল হায়দারের নেতৃত্বে র্যালি বের করে যুবদল। এসময় পুলিশ মিছিলে বাধা দেয়।
মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা জামান আবেদীন, সোহেল পাঠান, রুহুল আমীন, মোয়াজ্জেম, সাইফুল, সোহেল, আনিস, ফেরদৌস, জিয়া প্রমুখ।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি শামছুল হক শামছুর সভাপতিত্বে আলোচনা সভা করেছে উত্তর জেলা যুবদল।
এ সময় বক্তব্য দেন-জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, হালুয়াঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আ. আজিজ খান, জেলা যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, আমিনুল ইসলাম মনি, ওয়াজুল হক বিপ্লব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমএএএম/আরআর