ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় মাইনী সেতু ভেঙ্গে নদীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
দীঘিনালায় মাইনী সেতু ভেঙ্গে নদীতে

খাগড়াছড়ি: কাঠবোঝাই ট্রাকসহ খাগড়াছড়ি জেলার দীঘিনালায় মাইনী সেতু ভেঙ্গে পড়েছে। এ কারণে খাগড়াছড়ির সঙ্গে সাজেক পর্যটন এলাকা ও রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, উপজেলার বাবুছড়া থেকে অতিরিক্ত কাঠবোঝাই করে একটি ট্রাক খাগড়াছড়ি আসার পথে বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনায় পড়ে।

এ সময় বেইলি সেতুর পাটাতন ভেঙে মাইনী নদীতে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শামছুদ্দিন ভূইয়া জানান, সেতু নির্মাণের জন্য সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।