ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘মৃত্যুর পর সম্মান প্রদর্শন প্রহসন মনে হয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
‘মৃত্যুর পর সম্মান প্রদর্শন প্রহসন মনে হয়’ খাজা রহমত উল্লাহর জন্য শোকসভা

নারায়ণগঞ্জ: খেলার উন্নতির জন্য খেলার মানুষ প্রয়োজন। কিন্তু অন্য কেউ তা পারবে না। আমি ১০ বছরে দু’বার গিয়েছিলাম তাও খাজা রহমত উল্লাহর জন্য। আজও দেখলাম অনেক বড় বড় মানুষের সঙ্গে তার শোকাবহ ছবি। বেঁচে থাকতে তাকে সম্মান দিতে পারেনি, মৃত্যুর পর এই সম্মান আমার কাছে প্রহসন মনে হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খাজা রহমত উল্লাহর জন্য শোকসভায় এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ২০০৭ সালে চক্রান্ত করে আমাদের দু’জনকে বিতাড়িত করা হয়েছিল।

আমরা তখন মনোনয়ন দিয়েছিলাম। দখল করে নেওয়া হয়েছে হকি ফেডারেশন। খেলার জন্য খেলোয়াড় দরকার হয়।

তিনি বলেন, তার কোনো রোগ ছিল না। তিনি হাসতেন মিষ্টিভাবে। হাঁটতেন দৃপ্ত পায়ে। তিনি আমার চেয়ে অনেক উঁচুমানের মানুষ ছিলেন। তার জীবনটাই উৎসর্গ হয়েছে হকির জন্য।

শোকসভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খাজা রহমত উল্লাহর স্ত্রী রহমত উল্লাহ নাদিরা, বড় ভাই খাজাআজমত উল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।