ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

২ মাসের মধ্যেই আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
২ মাসের মধ্যেই আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ শুরু ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পটি অনেক দূর এগিয়েছে। আগামী ২ মাসের মধ্যেই প্রকল্পটির বাংলাদেশ অংশের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মজিবুল হক।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাওয়ার সময় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেল সেতুর কাজ শেষ হয়েছে।

আগামী মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী ব্রিজ ২টি উদ্বোধন করবেন।

এদিকে, মন্ত্রী ভারতে প্রবেশ করলে সেখানকার একটি প্রতিনিধিদল তাকে বরণ করে নেন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ-ভারত রোটারি সেতুবন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।  

এ সফরে তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা তার সঙ্গে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।