ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে চার দিনব্যাপী লোক উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
সুনামগঞ্জে চার দিনব্যাপী লোক উৎসব শুরু

সুনামগঞ্জ: বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম লোককবি দূর্বীণ শাহ, মরমি কবি হাছন রাজা লোককবি রাধা রমণ দত্ত স্মরণে ‘হাওর পাড়ের গল্প’ শিরোনামে চার দিনব্যাপী লোক উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য উৎসবের প্রথম দিন শুরু হয়।

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোসাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।

বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।