শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মইনুল খান।
তিনি জানান, শুক্রবার বিকেলে সৌদি আরব থেকে আসা সাত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩৩৪ গ্রাম স্বর্ণেরবার জব্দ করা হয়।
মইনুল খান বলেন, যাত্রীরা সবাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৪০ ফ্লাইটে সৌদি আরব থেকে শাহজালালে অবতরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রম করে যাওয়ার সময় তাদের কাছ থেকে এ স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। ঘোষণা ছাড়াই স্বর্ণগুলো আনা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য ৬৬ লাখ ৭০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসজে/ওএইচ/