ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৪১ লাখ টাকার সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
শাহজালালে ৪১ লাখ টাকার সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ ৫২০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
 
 

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
 
তিনি বাংলানিউজকে বলেন, দুপুরে থাই এয়ারওয়েজের টিজি ৩২১ ফ্লাইটে সিগারেটের চালান আসার গোপন সংবাদ পাওয়া যায়।

এরপর ফ্লাইটটি শাহজালালে অবতরণের পর যাত্রীদের উপর বিশেষ নজরদারি রাখে শুল্ক গোয়েন্দা। একপর্যায়ে শুল্ক গোয়েন্দার দল ৪ নম্বর ব্যাগেজ বেল্টে ৪টি ব্যাগে থাকা সিগারেটের চালানটি শনাক্ত করে।  
 
মইনুল খান আরও বলেন, বেল্ট বন্ধ হলেও দীর্ঘক্ষণ ব্যাগগুলো কেউ সংগ্রহ না করায় পরিত্যক্ত অবস্থায় ঐ ব্যাগগুলো উদ্ধার করে স্ক্যান করা হয়। স্ক্যান করে এর ভেতর সিগারেটের চালানটি সম্পর্কে নিশ্চিত হয় শুল্ক গোয়েন্দা। এরপর কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৪টি ব্যাগ খুলে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেট ইজি লাইট ব্রান্ডের।  

বিদেশি সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) এড়ানোর জন্যই এসব সিগারেট লুকিয়ে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত সিগারেটের শুল্ককরসহ মূল্য প্রায় ৪১ লাখ ৬০ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৭,২০১৭
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।