ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ২ কিশোরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ২ কিশোরী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুই কিশোরী।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার চরকুড়া ও সন্ধ্যায় জামতৈল এলাকায় দু’টি বাল্যবিয়ে পণ্ড করেন তিনি।

কিশোরীরা হলো- উপজেলার জামতৈল ইউনিয়নের চড়কুড়া গ্রামের ঠান্ডুর মেয়ে ও জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মৌ আক্তার জুঁই (১৬) ও রায়দৌলতপুর শাহবাজপুর গ্রামের বুদ্ধু আকন্দের মেয়ে বিথি খাতুন (১৬)।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন বাংলানিউজকে জানান, চরকুড়া ও শাহবাজপুরে দুই কিশোরীর বাল্যবিয়ের প্রস্তুতি চলছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় গিয়ে বিয়ে দুটি বন্ধ করা হয়। এসময় তাদের মেয়েদের ১৮ বছরের নিচে বিয়ে দিবে না বলে কিশোরী দু’টির পরিবার মুচলেকা দেয়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।