ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সন্ত্রাসী রকিকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
খুলনায় সন্ত্রাসী রকিকে কুপিয়ে হত্যা

খুলনা: খুলনায় তানভীর হোসেন রকি (২৯) নামে এলাকার চিহ্নিত এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মহানগরের আলতাপোল লেন এলাকার আনোয়ার হোসেনের ছেলে। 

শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।  

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিপক্ষের লোকজন রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ রকিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওসি বলেন, নিহত রকি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। সরকারি সিটি কলেজের ছাত্র রকি আলোচিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমআরএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।