শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিপক্ষের লোকজন রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে ফেলে রেখে যায়।
ওসি বলেন, নিহত রকি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। সরকারি সিটি কলেজের ছাত্র রকি আলোচিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমআরএম/এসআই