এজন্য দলীয় নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সব তথ্য জনগণের কাছে তুলে ধরতে হবে, যোগ করেন মন্ত্রী।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নাটোর সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদির রহমান খান, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, জেলা পরিষদের সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।
এর আগে স্থানীয় সংসদ সদস্য শিমুল ও আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসআই