ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
পার্বতীপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক পার্বতীপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশন শৌচাগারের কাছে অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর দিনাজপুর ক্যাম্পের সদস্যরা। 

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে মো. মশিউর রহমান (৩৬) ও মো. আব্দুল হামিদের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)।

 

র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুস সাকিব বাংলানিউজকে জানান, মশিউর ও আনোয়ার দীর্ঘদিন ধরে মাদকের বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার রাতে রেলওয়ে স্টেশন শৌচাগারের কাছে অভিযান চালানো হয়। এসময় ২৯০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।