ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
পার্বতীপুরে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে  সফিরন নেছা (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পার্বতীপুর বাস টার্মিনাল সংলগ্ন পার্বতীপুর-রংপুর সড়কের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

সফিরন নেছা পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রামের মৃত তছলিম উদ্দিনের স্ত্রী এবং পার্বতীপুর বাস টার্মিনাল এলাকার স্বাধীন হোটেলের মালিক মিন্টু ও সেন্টুর মা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সফিরন নেছা পার্বতীপুর বাস টার্মিনাল আদর্শপাড়ায় ছেলে মিন্টুর বাসায় থাকতেন। তিনি ডায়াবেটিক রোগী হওয়ায় প্রতিদিন ভোরে হাঁটতে বের হতেন। শনিবার সকালে তিনি হাঁটতে গিয়ে হঠাৎ ওই পুকুরে পড়ে যান। পথচারীরা তাকে পুকুরে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে তার ছেলে সেন্টুসহ লোকজন এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।

পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।