ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে এবার জেএসসি পরীক্ষার্থী ৪১১৬ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সৈয়দপুরে এবার জেএসসি পরীক্ষার্থী ৪১১৬ জন

নীলফামারী: ১ নভেম্বর থেকে শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)। ইতোমধ্যে এর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

এ বছর সৈয়দপুরের ৩টি কেন্দ্রে ৩৭টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ১১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

কেন্দ্রগুলো হচ্ছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয় ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

অপরদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ১৬টি মাদ্রাসার ৭৩২ জন পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেবে।

এ বছর পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে। নইলে পরীক্ষার্থীদের কেন্দ্রে  ঢুকতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।