এ উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলার বিভিন্ন শ্রেণীপেশার দুই সহস্রাধীক লোক অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সাড়ে ১০টায় স্বাধীনতা উদ্যানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, সিভিল সার্জন অরুন চন্দ্র মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, কমিউনিটি পুলিশিং বাগেরহাট জেলা সমন্বয় কমিটির সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. শাহ আলম টুকু।
জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, কমিউনিটি পুলিশিং বাগেরহাট জেলা সমন্বয় কমিটির সদস্য মীর ফজলে সাঈদ ডাবলু, সরদার শুকুর আহমেদ, রিজিয়া পারভীন প্রমুখ।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সব অপরাধ দূর করার উদ্দেশে আলোচনা সভার আগে মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলন ও সঙ্গীত পরিবেশন করা হয়।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ