ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ণাঢ্য আয়োজন, ছবি: মানজারুল ইসলাম

খুলনা: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে খুলনায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মহানগরীর শিব বাড়ির মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে খুলনা সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

অংশ নেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার হুমায়ুন কবিরসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।


 
ঘোড়ার গাড়ি, ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য এ আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে খুলনায় দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও সম্মাননা দেওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোল্ডকাপ কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।