ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে কমিউনিটি পুলিশিং ডে'তে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
লালমনিরহাটে কমিউনিটি পুলিশিং ডে'তে র‌্যালি লালমনিরহাটে কমিউনিটি পুলিশিং ডে'তে র‌্যালি

লালমনিরহাট: পুলিশই জনতা, জনতাই পুলিশ-এই প্রতিপাদ্য নিয়ে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী'র নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।

জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শফিউল আরিফ।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সিভিল সার্জন ডা. কাশেম আলী, জেলা পরিবহন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সিরাজুল হক, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল হামিদ বাবু ও ক্যাপ্টেন (অবসর) আজিজুল হক বীরপ্রতীক প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে প্রীতি ফুটবল খেলার আয়োজনের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।