কমিউনিটি পুলিশিং ডে’তে সভা
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা দিকে সালনা হাইওয়ে থানার উদ্যোগে আলোচনা, মতবিনিময় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি শোভাযাত্রা বের করা হয়।
যা চন্দ্রা মোড় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক প্রাদক্ষিণ করে। পরে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকারের সভাপতিত্বে চন্দ্রা মোড়ে কাজলী ফিলিং স্টেশনের দ্বিতীয় তলায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম বদরুল আলম (পিপিএম)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর কাজী সাইদুর রহমান, কমিউনিটি পুলিমের সভাপতি মো. লাকি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরএস/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।