বরিশালের বিভিন্ন এলাকার কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে আসামি গ্রেফতারে সহায়তা, গ্রেফতারী পরোয়ানা তামিলে সহায়তা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় সংক্রান্তে বিভিন্ন তথ্য প্রদান করাসহ বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় ঘটতে পারে এমন তথ্য দিয়ে সহায়তা করে আসছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, বরিশালে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সচেতনতা তৈরি করে ইভটিজিং প্রায় নির্মূল সম্ভব হয়েছে।
কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক নির্মূলে কার্যক্রম সফলভাবে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি এলাকার পাড়ায় পাড়ায় রাত্রিকালীন টহল ডিউটির মাধ্যমে চুরি, ডাকাতি প্রতিরোধ করা হচ্ছে।
গত ১০ মাসে বরিশাল মেট্রোর চার থানার মধ্যে এয়ারপোর্ট থানা এলাকায় কমিউনিটি পুলিশের সহায়তায় নারী ও শিশু বিষয়ক সমস্যা নিষ্পত্তি হয়েছে ৩৫টি, বাল্যবিবাহ বন্ধের সংখ্যা ২৯টি, ইভটিজিং রোধের সংখ্যা ৪৪টি, মাদক সংক্রান্ত মামলার ৪৮ আসামি গ্রেফতার, সামাজিক বিভিন্ন রকমের সমস্য নিরোধের সংখ্যা ৭৫টি, গ্রেফতারি পরোয়ানা তামিলের সংখ্যা ৯২ জন।
প্রসঙ্গত, বরিশাল মহানগর এলাকায় ০১টি সমন্বয় কমিটি, ০৪টি থানা সমন্বয় কমিটি, ওয়ার্ড কার্যনির্বাহী কমিটি, পরিবহন সেক্টরে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি ও শিল্পাঞ্চল কমিউনিটি পুলিশিং কমিটিসহ বিভিন্ন সেক্টর ভিত্তিক কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএস/বিএস