ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে কমিউনিটি পুলিশিং ডে'তে র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
দিনাজপুরে কমিউনিটি পুলিশিং ডে'তে র‌্যালি দিনাজপুরে কমিউনিটি পুলিশিং ডে'তে র‌্যালি, ছবি: বাংলানিউজ

দিনাজপুর: কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে র্র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে গিয়ে শেষ হয়।

পরে স্টেশন ক্লাবের কাছে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে র‌্যালি ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) চৌধুরী মঞ্জুরুল কবির।

জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ডা. আই এফ এম শহীদুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মীর খায়রুল আলম, পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বজলুর রহমান, অ্যাডভোকেট আব্দুল লতিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

র‌্যালি ও সভায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সব সদস্য ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।