ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে’তে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে’তে র‌্যালি  ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে’তে র‌্যালি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের টেংকের পাড় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে মিলিত হয়।

বেলা ১১টার দিকে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের উদ্যোগে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য র,আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক রেজত্তয়ানুর রহমান, জেলা আত্তয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং এর সদর উপজেলার সভাপতি এ. এম হেলাল উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।