শনিবার (২৮ অক্টোবর) বেনাপোল পোর্টথানা কর্তৃক আয়াজিত কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় কমিউনিটি পুলিশ সদস্যরা এমন ক্ষোভ প্রকাশ করেন।
আলোচনা সভার প্রধান অতিথি পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, শুধু কমিউনিটি পুলিশিং কমিটি তৈরি করলে হবে না।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, পুলিশিং কমিটির অনেক নেতা দায়িত্বে না থাকার কারণে কিছু দূরত্ব তৈরি হয়েছে। তবে খুব শিগগিরই নতুন কমিটি তৈরি করা হবে। আশা করছি এসব অভিযোগ থাকবে না।
এদিকে শার্শা থানা কর্তৃক আয়াজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা পুলিশের সফলতার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তোলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু বলেন, আজ কিছু অসৎ পুলিশের কারণে পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নজর দিতে হবে। তবেই ‘পুলিশই জনতা, আর জনতাই পুলিশ’ এ স্লোগানের সার্থকতা আসবে। পুলিশ বাহিনী নিয়ে আমাদের অনেক গর্ব। সব সময় আমরা পুলিশের সঙ্গে আছি।
শার্শার নাভরন পুলিশ সার্কেল অফিসের সিনিয়ার এএসপি সৈয়দ মেহেদি হাসান সিদ্দিকী বলেন, সমাজে যেমন কিছু মন্দ লোক আছে, তেমনি পুলিশের মধ্যেও কিছু খারাপ আছে। কোনো পুলিশ সদস্যের অনিয়ম পেলে জানাবেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সরকারি কাজের পাশাপাশি জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, নাভরন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাংগঠনিক আনিসুর রহমান, শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ, সেক্রেটারি ইয়ানুর, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সেক্রেটারি আজিবর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এজেডএইচ/এসএইচ