ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আড়াইহাজারে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাকবিতণ্ডার জের ধরে সাগর মিয়া নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চালাকচর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাগর ফেনী জেলার বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, সকালে সাগর উপজেলার গোপালদী মনপুর সড়কে পিচ বসানোর কাজ করছিলেন। এসময় তার সহযোগী সুমনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন পিচের ডাম কাটার ছুরি দিয়ে তাকে আঘাত করে। এতে সাগর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, সাগরকে হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মারা যান।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।  

এ ঘটনায় অভিযুক্ত সুমন নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসআরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।