শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চালাকচর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাগর ফেনী জেলার বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে সাগর উপজেলার গোপালদী মনপুর সড়কে পিচ বসানোর কাজ করছিলেন। এসময় তার সহযোগী সুমনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন পিচের ডাম কাটার ছুরি দিয়ে তাকে আঘাত করে। এতে সাগর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, সাগরকে হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত সুমন নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসআরএস/এসআরএস