শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি।
স্থানীয় পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়াজন করা হয়।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ