ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উদ্যোগে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি (বিএমএ) ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মহিউদ্দিন বলেন, কমিউনিটি পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বয়ে যাতে পুলিশ ও জনগন একসঙ্গে কাজ করতে পারে। আগে পুলিশ সম্পর্কে জনমনে এক প্রকার ভিতিকর ধারণা ছিল, যা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে।
লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মো. ইব্রাহিম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের যুগ্ম কমিশনার আমিনুল ইসলাম ও ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মফিজউদ্দিন আহমেদ।
মফিজউদ্দিন আহমেদ বলেন, প্রতিটি কাজে যদি জনগণের সম্পৃক্ততা থাকে তবে আমরা কোনো কাজেই ব্যর্থ হবো না।
অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে ইব্রাহিম খান বলেন, ডিএমপির আটটি বিভাগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হচ্ছে। লালবাগ বিভাগের ছয়টি থানায় কর্তব্যরত সব পুলিশ ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা পুলিশ কমিউনিটি ডে উদযাপন করছি।
এরআগে বাহাদুর শাহ পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রায় সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় বাহাদুর শাহ পার্কে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
ডিআর/ওএইচ/