শনিবার (২৮ অক্টোবর) সকালে জেলা কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল থানায় আলোচনা সভায় মিলিত হয় সবাই।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, ডি আই ওয়ান ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, কমিউনিটি পুলিশিং সেল জেলা সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পুলিশ জনতার সেতুবন্ধনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।
কমলনগরে র্যালি ও সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। সকালে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ থেকে একটি র্যালি বের হয়ে হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শাহ্ নেওয়াজ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, ৭নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।
একই সময় রামগতিতে র্যালি, আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার রায়পুর, রামগঞ্জ ও চন্দ্রগঞ্জে পৃথকভাবে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এএটি