ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশিং ডে উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
পুলিশিং ডে উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি পুলিশিং ডে উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি

সিলেট: পুলিশিং ডে উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) নগরীর রিকাবিবাজার থেকে পৃথক র‌্যালি বের করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশ।

সকাল ১০টায় র‌্যালির পৃথক উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।  

র‌্যালিতে রাজনৈতিক দলের নেতারা ছাড়াও পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডিআইজি ও পুলিশ কমিশনার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাব ফাউন্ডেশন ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আজাদ, প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।