সকাল ১০টায় র্যালির পৃথক উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
র্যালিতে রাজনৈতিক দলের নেতারা ছাড়াও পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ডিআইজি ও পুলিশ কমিশনার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাব ফাউন্ডেশন ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আজাদ, প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনইউ/এসএইচ