শনিবার (২৮ অক্টোবর) সকালে ও শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
তারা হলেন- কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া গ্রামের আবরাম হোসেন মোল্লার মেয়ে মনিরা বেগম (৩০) ও মুকসুদপুর উপজেলার কৃষ্ণনাদিয়া সাকিনা গ্রামের হাতেম মোল্লার ছেলে বাচ্চু মোল্লা (৫৭) এবং তার স্ত্রী পারুল বেগম (৪৫)।
শনিবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুল হোসেন বাংলানিউজকে জানান, শনিবার সকালে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে একটি ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলেন মনিরা বেগম। এসময় পুলিশের সন্দেহ হলে ব্যাগটি তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করে। পরে মনিরাকে আটক করা হয়।
অপরদিকে, মুকসুদপুর থানার উপ পরিদর্শক (এসআই) শাহ জামাল বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনাদিয়া সাকিনা গ্রামের বাচ্চু মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দেড়শ’ গ্রাম গাঁজাসহ বাচ্চু মোল্লা ও তার স্ত্রী পারুল বেগম আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ