ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশিং ডে উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
পুলিশিং ডে উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালি পুলিশিং ডে উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: ‘পুলিশই জনতা,জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে শনিবার (২৮ অক্টোবর) সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় স্তম্ভে শেষ হয়। পরে সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মেহেদুল করীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, পৌর মেয়র আব্দুল জলিল, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, জেলা দুপ্রকের সভাপতি সামিউল হক নান্টু প্রমুখ।

অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুব রহমানের সঞ্চালনায় আলোচনা সভার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মো. শাহাবুদ্দিন।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।