শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করা হয়।
পরে বাদ্যযন্ত্রের তালে তালে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে সেখানে কমিউনিটি পুলিশিংয়ের জেলা সভাপতি পিপি অ্যাডভোকেট মান্নান রসুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ হলে এদেশ থেকে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ চিরদিনের মতো নির্মূল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ ও চেম্বারের সভাপতি মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএস/আরআর