ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি

ঝিনাইদহ: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শ্লোগানকে সামনে রেখে পুলিশের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে পালান করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  

পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা প্রশাসক জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।