ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুর: পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু চত্ত্বর (সিও অফিস মোড়) থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- পিরোজপুর পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, নাগরিক নেতা অ্যাডভোকেট এমএ মান্নান, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি চাঁন মিয়া মাঝি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।