ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে’তে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে’তে র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে এর উদ্বোধন করা হয়। পরে একই স্থান থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়।

সেখানে পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

মূখ্য আলোচক ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. এমএ হামিদ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।