ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশিং ডে উপলক্ষে বরিশালে র‌্যালি-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
পুলিশিং ডে উপলক্ষে বরিশালে র‌্যালি-সভা পুলিশিং ডে উপলক্ষে বরিশালে র‌্যালি-সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব‌রিশাল: ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ স্লোগানে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এপিবিএন হেডকোয়ার্টার্স) সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। ৭১’এ বাঙালিদের বড় অর্জন পুলিশ ও সাধারণ জনতা একত্রে হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন ভূমিকা রেখেছে। পুলিশের প্রতিটি কাজে যদি জনগণের সম্পৃক্ততা থাকে তবে আমরা কোনো কাজেই ব্যর্থ হবো না।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার্স অব কমার্স সভাপতি সাইদুর রহমান রিন্টু, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বিজয় কৃষ্ণ দে, এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আফতাব আহমেদ, বন্দর থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান একে এম আ. আজিজসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

সভার শেষে কমিউনিটি পর্যায়ে ভালো কাজ করার জন্য ১১জন প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিএমপি’র পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এরআগে অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। একই সময় জেলা পুলিশের আয়োজনে সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পুলিশ লাইনস গিয়ে শেষ হয়। একই ভাবে জেলার ১০ উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা পুলিশ।

বাংলা‌দেশ সময়: ১৬০০ ঘণ্টা, অ‌ক্টোবর ২৮, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।