শনিবার (২৮ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
এ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে মাইজদীতে থেকে এক শোভাযাত্রা বের হয়।
নোয়াখালী আবৃত্তি অ্যাকাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি