বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমির মাও. শেখ আবু নাসেরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গৌরম্বা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, আবু নাসের নিজ বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও পুলিশ আবু নাসেরকে ধরতে সক্ষম হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বিকেলে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।