ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে হেলমেট পরিহিত চালকদের শুভেচ্ছা জানালেন এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
গোপালগঞ্জে হেলমেট পরিহিত চালকদের শুভেচ্ছা জানালেন এসপি গোপালগঞ্জে হেলমেট পরিহিত চালকদের শুভেচ্ছা জানালেন এসপি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা দিলেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের প্রধান সড়কের লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে তিনি এ শুভেচ্ছা জানান।   এ সময় তিনি মোটরসাইকেল ব্যবহারকারীদের হেলমেট পরার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।

এ কার্যক্রম চলাকালে হেলমেট বিহীন কয়েকজন মোটরসাইকেল চালককে আটক করা হয়। পরে তারা হেলমেট কিনে আনার পর তাদেরও ফুলেল শুভেচ্ছা দিয়ে ছেড়ে দেয়া হয়।  

এ সময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম, সার্জেন্ট কামরুল ইসলাম, মুকুল হোসেন উপস্থিত ছিলেন।
 
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, এটি একটি চলমান কার্যক্রম। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পড়তে উৎসাহ যোগাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। আজ থেকেই সারা জেলায় এ কার্যক্রম চলবে, আশা করি এ জেলার মোটরসাইকেল চালকরা আর হেলমেট বিহীন অবস্থায় রাস্তায় বের হবেন না।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।