শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে তারা এমন অভিযোগ করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব ও বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তীসহ কেন্দ্রীয় ও ১১ অঙ্গ ইউনিয়নের নেতারা।
বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে তথ্যমন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছেন না। যতক্ষণ পর্যন্ত ওয়োজবোর্ড ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত সাংবাদিক সমাজ ধারবাহিক আন্দোলন চালিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএএএম/আইএ