ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘মন্ত্রীর কারণেই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
‘মন্ত্রীর কারণেই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না’  মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: তথ্যমন্ত্রীর ব্যর্থতার কারণেই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে তারা এমন অভিযোগ করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব ও বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তীসহ কেন্দ্রীয় ও ১১ অঙ্গ ইউনিয়নের নেতারা।

বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে তথ্যমন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছেন না। যতক্ষণ পর্যন্ত ওয়োজবোর্ড ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত সাংবাদিক সমাজ ধারবাহিক আন্দোলন চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭ 
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।