ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে অটিজম বিষয়ে কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
রাঙামাটিতে অটিজম বিষয়ে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: অটিজম শিশুদের বিশেষ পদ্ধতিতে উন্নত শিক্ষায় শিক্ষিত করার পদক্ষেপ ত্বরান্বিত করা গেলে এরা সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

শনিবার (২৮ অক্টোবর) সকালে অটিজম বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের (সোয়াক) আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাঙামাটি চেম্বার অব কর্মাস অডিটরিয়ামে অনুষ্ঠানে সোয়াকের সচিব সুবর্ণা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাক্সফোর্স প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, রাঙামাটি সুবিধা বঞ্চিত অটিস্টিক ও অন্যান্য প্রতিবন্ধী শিশুদের জন্য সেন্টার ফর ইনস্পিরেশন নামে একটি বিশেষ স্কুল পরিচালনা করে আসছে।

পরে রাঙামাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অটিজম বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।