ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ববিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
ববিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ জয়ী ববিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ জয়ী-ছবি-বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ জয়ী হয়েছে। 

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক খেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মো. ইব্রাহীম মোল্লা, বাংলা বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ও বাংলা বিভাগের মধ্যে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে বাংলা বিভাগ ২-১ গোলে জয়লাভ করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন বাংলা বিভাগ ও রানার্স আপ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের খেলোয়ারদের মধ্যে মেডেল ও ট্রফি বিতরণ  করা হয়।

গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের অংশগ্রহণে এ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।