ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বেগমগঞ্জে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফেনসিডিল ও গাঁজাসহ সোহেল হোসেন (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকা থেকে আটক করা হয়।

সোহেল আলীপুর গ্রামের বদি আলমের ছেলে।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জসিম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, রাতে তার নেতৃত্বে আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করে সোহেলকে আটক করা হয়। এসময় সোহেলের ঘরে তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল, গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।