ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফার্মেসিতে অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
ফার্মেসিতে অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ফার্মেসিতে অপারেশনের পর রাফিক নামের ৪ মাস বয়সের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকায় আলম ফার্মেসিতে শুক্রবার (২৭ অক্টোবর) সকালে অপারেশনের পর সন্ধ্যায় ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

নিহত রাফিক শ্রীপুর উপজেলার সিংগারদিঘী এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আল-আমিনের ছেলে।  

নিহতের বাবা আল-আমিন অভিযোগ করে জানান, গত ৫-৭ দিন আগে তার সন্তান রাফিকের পিঠের ডান পাশ ফুলে উঠে।

শুক্রবার সকালে তিনি ছেলেকে নিয়ে চকপাড়া আলম ফার্মেসিতে যান। এ সময় ফার্মেসির মালিক আলম মিয়া শিশুটির অবস্থা দেখে টিউমার হয়েছে, তা অপারেশন করতে হবে বলে জানান। অপারেশন করতে ৪ হাজার টাকা লাগবে যা নিজেই করতে পারবেন বলেও দাবি করেন আলম মিয়া। পরে তিনি (আল আমিন) ছেলের অপারেশন করাতে রাজি হন।  

এরপর বেলা ১১টার দিকে শিশুটির অপারেশন করেন ফার্মেসির মালিক। পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে মাওনা চৌরাস্তায় আল-হেরা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকা নেওয়ার পথে গাজীপুরে পৌঁছালে সন্ধ্যায় শিশুটি মারা যায়।  

এ ব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, খবর পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে শনিবার (২৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।  

তিনি আরো জানান, যিনি শিশুটির অপারেশন করেছেন তিনি ওষুধ বিক্রেতা ছিলেন। তার ফার্মেসিতেই তিনি এ অপারেশনটি করেন। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক আলম মিয়া পলাতক।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।