শনিবার (২৮ অক্টোবর) দুপুরে জেলার নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলায় একযোগে এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এসব মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন থেকে আগামী ২৮ নভেম্বর কুড়িগ্রাম শহীদ মিনারে গণসমাবেশের ঘোষণা এবং কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, সিপিবি নেতা কমরেড আখতারুল ইসলাম রাজু, বাসদ নেতা রুকুনুজ্জামান রুকু, জাহানুর রহমান খোকন, প্রণয় কৃষ্ণ রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অর্থনৈতিক অঞ্চল, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক চিলমারী নদীবন্দর, চিলমারী টু ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’ চালুসহ অন্যান্য ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এফইএস/আরআইএস