ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে প্রতিবন্ধীদের কল্যাণে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
কেরানীগঞ্জে প্রতিবন্ধীদের কল্যাণে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে প্রতিবন্ধীদের কল্যাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া মাঠের কোনা এলাকায় বাংলাদেশ উদয়ন প্রতিবন্ধী সংগঠন এ সভার আয়োজন করে।

বাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় আরো বক্তব্য রাখেন- তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জজ মিয়া, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ খুশী, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রনি, মো. ফরিদ, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সদস্য নার্গিস আক্তার ও মো. মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।